Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান অর্জনসমূহ

উপজেলা সমবায় কার্যালয়, সখিপুর, টাঙ্গাইল এর বিগত 03বৎসরের  প্রধান অর্জনসমূহ

 সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সুসংহতকরণে সচেষ্ট । সে লক্ষ্য বাস্তবায়নের একটি কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থাএকান্ত অপরিহার্য বলে সরকার মনে করে । সে প্রেক্ষিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ  এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নেয়নর জন্য ২০১৪-১৫ অর্থ বছরে ৪৮টি মন্ত্রণালয়/বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে  কর্মসম্পাদন ব্যবস্থাপনা চালু করা হয়েছে। ২০১৫-১৬ অর্থ বছরে ৪৮টি মন্ত্রণালয়/বিভাগে এবং আওতাধীন দপ্তর/সংস্থাসমুহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে । ২০১৬-১৭ অর্থ বছরে মন্ত্রণালয়/বিভাগ, আওতাধীন দপ্তর/সংস্থার পাশাপাশি বিভাগীয়/আঞ্চলিক ও জেলা পর্যায়ের কার্যালয় সমুহের সঙ্গেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে । ২০১৭-১৮ অর্থ বছরে ৫১টি মন্ত্রণালয়/বিভাগ, আওতাধীন দপ্তর/সংস্থা এবং জেলা পর্যায়ের কার্যালয় সমুহের পাশাপাশি উপজেলা পর্যায়ের কার্যালয় সমুহ পর্যন্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।

 সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের  ক্ষেত্রে  উপজেলা সমবায় কার্যালয়  সখিপুর টাঙ্গাইল এর বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে । কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে সারাদেশে উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন ও  বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়। বিগত তিন অর্থবছরে মোট 21 টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং 1750 জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা  হয়েছে। ২০20-21 সনে 98 টি, ২০21-22 সনে 165 টি  এবং ২০22-2023 সনে 155 টি কার্যকর সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়। ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে 100 জন সমবায়ীকে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

      

        চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে 695 জনের  আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প 2021, ‘এসডিজি’ অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।  বাস্তবায়িত ও চলমান এ সকল প্রকল্পগুলোর মাধ্যমে বিগত ০৩ বছরে  গ্রামীণ মহিলা ও বেকার যুবককে  স্বাবলম্বী করার প্রচেষ্টা অব্যাহত আছে ।